ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ভাসছেন ৬৪ বাংলাদেশি


তিউনিশিয়ার উপকূলে প্রায় ৭৫ জন অভিবাসীকে উদ্ধারকারী একটি নৌকা ১২ দিন ধরে সমুদ্রে ভাসছে। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশে থেকে এসেছে। কর্তৃপক্ষ তাদের তীরে নামতে দিতে অস্বীকার করেছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। খবর রয়টার্সের।

মিশরীয় নৌকাটি তিউনিশিয়ার জলসীমার অভিবাসীদের উদ্ধার করেছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে যে তার অভিবাসী কেন্দ্রগুলিতে জায়গা নেই। তাই অনুমতি দেয়া হচ্ছে না। ফলে উপকূলবর্তী শহর জারজিস থেকে ২৫ কিলোমিটার দূরে নৌকাটি ভাসছে।

সরকারি সূত্র জানায়, অভিবাসীরা খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রত্যাখ্যান করেছিল এবং তারা দাবি করেছিল, তাদেরকে ইউরোপে যাওয়ার অনুমতি দেয়া হোক। সাধারণত আরও ভাল জীবনযাপন করার সুযোগের লক্ষ্যে এসব অভিবাসীরা ইউরোপ যাত্রা করে।

রেড ক্রিসেন্ট অফিসিয়াল মংজি স্লিম জানান, ডাক্তাররা কিছু চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য নৌকায় পৌঁছেছেন, কিন্তু অন্যরা বার বার সাহায্য প্রত্যাখ্যান করছিল। তিনি রয়টার্সকে বলেন, ‘‘সমুদ্রে ১২ দিন পর, অভিবাসীদের অবস্থা খুব খারাপ"।

প্রজন্মনিউজ২৪/নাবিল