রমজানকে কেন্দ্র করে বিএসটিআইয়ের খাদ্য ভেজাল অভিযান


আব্দুল কাইয়ুম, ঢাকা  কলেজ প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ফরমালিন যুক্ত ফল বাজারে বিক্রি করতে না পারে সেজন্য অভিযান শুরু করেছে বিএসটিআই। বিএসটিআই এর ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে এ অভিযান চালানো হয়।

আজ (বৃহস্পতিবার)  সকালে রাজধানীর নিউমার্কেট ফলের আড়তে এই অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি ফলের  নমুনা সংগ্রহ করা হলেও কোন ফলে পাওয়া যায়নি ফরমালিনের উপস্থিতি। ফল ও খাদ্যে কোন প্রকার ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলে তার বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জাননো হয়।

বিএসটিআইয়ের ভ্রাম্যমান ল্যাবে ফরমালিন পরীক্ষা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআইয়ের প্রধান। এছাড়া ভবিষ্যতে ফলের আড়ত গুলোতেও এ অভিযান চালানো হবে বলে জানানো হয়।

প্রজন্মনিউজ২৪/মামুন