রয়টার্সের ২ সাংবাদিকের সাজা সর্বোচ্চ আদালতেও বহাল


মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিকের আপিল খারিজ করে তাদের সাত বছরের সাজার রায় বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত।

দুই সাংবাদিককে মুক্তি দিতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যেই মিয়ানমারের সর্বোচ্চ আদালত সোমবার এই রায় দেয় বলে রায়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

তথ্য সংগ্রহের সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভাঙার অভিযোগে সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওকে (২৮) গত বছর সেপ্টেম্বরে সাত বছরের কারাদণ্ড দেয় ইয়াংগনের জেলা জজ আদালত। পরে হাই কোর্টেও ওই রায় বহাল থাকে।

প্রজন্মনিউজ২৪/দেলাওয়ার হোসাইন।