ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরি স্থায়ীর দাবিতে মানববন্ধন


পিরোজপুর প্রতিনিধিঃ ইন্দুনকানীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকুরি স্থায়ী করনের দাবিতে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা সংঘের ব্যানারে এ মানববন্ধন করেছে ইন্দুরকানী উপজেলা ন্যাশনাল সার্ভিসের সদস্যবৃন্দ।

বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইন্দুরকানী উপজেলায় ৫৮০ জন সদস্য আছেন। দেশের যে কয়টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসুচি চলছে সব খানে এরকম দাবি দাওয়ায় চলছে চাকুরি স্থায়ী করনের।

ন্যাশনাল সার্ভিসে কর্মরত দের একটি দাবী তাদের এ কর্মটাকে স্থায়ী করা হোক। তাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এই শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের দিকে সদয় দৃষ্টি দিবেন, এবং এই অসহায় শিক্ষিত বেকার দের সংসারে সকল সদস্যদের মুখে হাসি ফুটাবে।

দুই বছর মেয়াদি এ প্রকল্পটি আর মাত্র কয়েক মাস বাকি আছে। নামে মাত্র বেতনে দুইটি বছর তারা উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা দিয়ে যাচ্ছেন তাও সব মাসে সময়মত বেতন পায় না ৩/৪ মাস পরপর তারা বেতন পায় খুব কষ্টো করে চলে তাদের জিবীকা নির্বাহ করতে হয়।

মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী সেখ হাসিনার ন্যাশনাল সার্ভিস কর্মিদের দিকে সদয় দৃষ্টি দিবেন বলে সকল সদস্যদের আশা।

প্রজন্মনিউজ২৪