কবি শওকত সাদী’র আবৃত্তির অ্যালবাম ‘ঘুমের ঘুঙুর’


বৈশাখ উপলক্ষে কবি শওকত সাদী’র ১৫টি কবিতা নিয়ে গানের ডালি থেকে প্রকাশিত হয়েছে আবৃত্তির অ্যালবাম ‘ঘুমের ঘুঙুর’। এই অ্যালবামের কবিতাগুলি তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মায়াবী কষ্টের জার্নাল’,‘বরফ বৃষ্টি এবং তুমি’ এবং প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ‘তরবারীর নিচে রোদের বসতবাড়ি’ থেকে সংকলিত হয়েছে।

অ্যালবামের আবৃত্তিশিল্পী হলেন পারভেজ চৌধুরী, জান্নাতুল ফেরদৌসি লিজা, ইকবাল খোরশেদ, মুনা চৌধুরী ও মাসুদুজ্জামান। কবি শওকত সাদী তথ্যপ্রযুক্তিবিদ, তিনি কবিতাকে পাঠকপ্রিয় করার চেষ্টা করেছেন এবং কথাসাহিত্যেও তার উল্লেখযোগ্য বিচরণ রয়েছে।

তিনি সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সৃজনশীল শাখায় ইউনিসেফ- মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, ছোটগল্পে বিশেষ অবদানের জন্য পান্ডুলিপি সাহিত্য পুরস্কার এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে সংলাপ সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি ভয়েক্স নামে সাহিত্যের ছোট কাগজের সম্পাদক।

প্রজন্মনিউজ২৪/মামুন