দুই বাংলাদেশিকে আটক করল বিএসএফ


নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার ভোরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পোরশা উপজেলার বালাশহীদ গ্রামের শরিফুল ইসলাম (২০) ও কপালির মোড় গ্রামের রতন মিয়া (২৫)।

পত্নীতলা উপজেলায় বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, রোববার ভোরে শরিফুল ইসলাম ও রতন মিয়া পোরশা উপজেলার নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ, পিলারের কাছে দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান।

এ সময় ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। পরে সকাল হলে ঘটনা জানাজানি হলে বিজিবি সদস্যদের বাংলাদেশি দুই যুবককে আটকের কথা জানায় বিএসএফ। তুহিন মোহাম্মদ মাসুদ বিএসএফের বরাত দিয়ে জানান, তাদের আটকের পর ভারতের মালদা হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ