'আফিমখোর' টিয়া পাখি!

প্রকাশিত: ০৭ মার্চ, ২০১৯ ০৫:১৬:৩২

'আফিমখোর' টিয়া পাখি!

ভারতের মধ্যপ্রদেশের চাষিরা আফিমে আসক্ত টিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কোনোভাবেই চতুর টিয়া পাখিদের নিবৃত্ত করা যাচ্ছে না। অনাবৃষ্টির মৌসুমের পর টিয়া পাখিদের এমন দৌরাত্মে তাদের ফলনের ওপর বিরুপ প্রভাব পড়ছে বলে অভিযোগ চাষিদের।

ওষুধ তৈরিতে ব্যবহৃত আফিমের লোকসান ঠেকাতে চাইছেন সহযোগিতা। ঝাঁকে ঝাঁকে দল বেঁধে এরা উড়ে আসে পপি ক্ষেতে। ধারালো ঠোঁট দিয়ে ছিড়ে নিয়ে যায় পপি ফুল। স্থানীয় চাষিরা ওষুধ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পপি ফুল সরবরাহ করে থাকে।

এ কাজে তাদের লাইসেন্সও রয়েছে।কয়েকজন চাষি বলেন, 'টিয়া পাখিদের যন্ত্রণায় আমরা খুবই অতিষ্ঠ। তারা দিন-রাত ফসলের ক্ষতি করছে। ফসল রক্ষায় আগুন জ্বালিয়ে পরিবারের সবাই মিলে পাহারা দিতে হয়।

'একটি পপি ফুল থেকে ২০ থেকে ২৫ গ্রাম আফিম পাওয়া যায়। কিন্তু টিয়ার পাখির দল দিনে ৩০ থেকে ৪০ বার এসে ফুল খেয়ে যাচ্ছে। কোন কোন সময় ধারালো ঠোঁট দিয়ে পপির কলি নিয়েও উড়ে যাচ্ছে। লোকসানের আশঙ্কায় স্থানীয় কৃষি বিভাগের কাছে প্রতিকার চেয়েছেন চাষিরা।

বিশেজ্ঞদের মতো, এই আফিম টিয়া পাখিদের চাঙ্গা করে তোলে। যেমনটি মানুষের ক্ষেত্রে ঘটে - বলবর্ধক পানীয় বা ওষুধ খাওয়ার পর।

প্রজন্মনিউজ২৪/মামুন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ