অমর একুশে গ্রন্থমেলায় আসছে আহমদ জুয়েল’র ছড়াগ্রন্থ ‘নতুন পথের যাত্রী’


অমর একুশে গ্রন্থ মেলা-২০১৯ এ প্রকাশ হচ্ছে আহমদ জুয়েল’র ছড়াগ্রন্থ ‘নতুন পথের যাত্রী’।

শাহীন আলমের প্রচ্ছদে ও রুহুল আলম দিনারের অলঙ্করণে বইটি প্রকাশ করছে পাপড়ি প্রকাশ। আহমদ জুয়েলে’র এটা প্রথম বই। প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে বইটির সব কাজ শেষ হয়েছে। মেলার প্রথম দিনেই বইটি ষ্টলে আসবে। 

প্রকাশিতব্য ‘নতুন পথের যাত্রী’ সম্পর্কে লেখক জানান, এই বইটি মূলত শিশু-কিশোরদের নিয়ে সাজানো। শিশুদের-কিশোরদের দুড়ন্তপনা সময়টাকে ছড়ার মাধ্যমে তুলা ধরার চেষ্টা করেছি বইটিতে। আশা করি বইটি পড়ে পাঠকরা মজা পাবেন।

৪০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বইমেলার প্রথম দিন থেকে বইটি পাওয়া যাবে। এছাড়াও অনলাইন পরিবেশক হিসেবে রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

প্রজন্মনিউজ২৪/জুয়েল/আব্দুল কাইয়ুম