শহীদ জিয়া শিশুপার্ক আপাতত বন্ধ


বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরনো রাজধানীর শাহবাগের ঐতিহাসিক শিশুপার্ক। জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই এ বিনোদন কেন্দ্রটির সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
শিশুপার্কের আধুনিকায়নের লক্ষ্যে পার্কটি আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ঐতিহাসিক এ পার্কে অত্যাধুনিক রাইড স্থাপন করা হবে। এ ছাড়া ভূগর্ভস্থ গাড়ি পার্কিং, দৃষ্টিনন্দন জলাধার, আন্ডারপাস, মসজিদ নির্মাণের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২৬৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে বলে সূত্রের খবর।

প্রজন্মনিউজ২৪/রাশেদ মোবারাক