সাহায্যের জন্য পাকিস্তানের কাছে আবেদন ট্রাম্পের!


সাহায্য চেয়ে পাকিস্তানকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন আর্থিক সহযোগিতার জন্য নয়, জঙ্গিদমনে পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছেন ট্রাম্প। খবর এনডিটিভির।

সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, 'ট্রাম্প ইমরান খানকে চিঠি লিখেছেন। তিনি তালেবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন।' তিনি আরো বলেন, 'পাকিস্তান সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আফগানিস্তানের দ্বন্দ্বের সমাধান খুঁজে বের করার জন্য।'

আফগানিস্তানের ১৭ বছরের যুদ্ধের অবসান চান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তালিবানদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছেন আফগান সেনারা। তবে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে ট্রাম্পের চিঠি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

অন্যদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও আফগান যুদ্ধের অবসান চান। যুদ্ধাবসানে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ১২ সদস্যের একটি দল গঠন করেছেন বুলে জানা যায়।

প্রজন্মনিউজ২৪/নিরব