যমুনা সার কারখানায় হিটার পাইপ বিস্ফোরণ


সরিষাবাড়ী যমুনা সার কারখানায় মঙ্গলবার ভোরে অ্যামোনিয়া প্লান্টে স্ট্যার্টআপ হিটার পাইপ বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটি বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার পর কারখানা দ্রুত চালু হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা বলেন, ইউরিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে ১০ নভেম্বর যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর মেরামত কাজ শেষ করতে ১২ দিন লাগে। এ কাজ শেষ হওয়ায় মঙ্গলবার কারখানা উৎপাদনে যাওয়ার কথা ছিল। এর মধ্যে হঠাৎ করে ওইদিন ভোরে অ্যামোনিয়া প্লান্টে স্ট্যার্টআপ হিটার পাইপে ফাটল দেখা দেয়।

এ সময় বিকট শব্দে পাইপটি বিস্ফোরণে হাইড্রোজেন গ্যাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে কারখানার নিজস্ব দমকল বাহিনীর কর্মীরা সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

এ দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে যমুনা সার কারখানার মেরামত বিভাগের প্রধান শেখ আবদুল্লাহকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ টিমকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ওই কর্মকর্তা।

প্রজন্মনিউজ২৪/নিরব