প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০১৮ ১২:১২:৩১
একাকীত্ব
মো: জুনাইদ কবির
নির্বাক আখিতে দেখো না মোরে
ভীষন ভয় জাগে এ অন্তরে,
যেনো ভালোবাসা না হয়
ভালোবেসোনা ভিষন ভয় হয়।
মনো মন্দিরে দর্পন করোনা মোরে
প্রেমচিত্তে যদি জলছবি হয়,
তিমির আধাঁরে পথ ভুলে সাঁঝ প্রভাতে
আজ আলোকের ভয় হয়।
কাছে এসোনা ভয় হয়
যদি একাকিত্ব হারাতে হয়!
ঊর্মিসম কম্পিত ঠোঁটে নির্বাক থেকোনা
সন্ধিহান করোনা মোরে
সু’নয়না দু’নয়নে; নয়ন রেখোনা
ভয় হয় যদি একাকিত্ব হারাতে হয়!
নয়নে নয়ন রেখোনা ভিষন ভয় হয়
একাকিত্ব হারাতে হারাতে চাইনা কভু।
অনলাইন গেমে আসক্তি, সমাধান কোথায়
উত্তম জীবনসঙ্গী ও সুসন্তান লাভের দোয়া
সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য নির্বাচনকে বেছে নেয় জঙ্গিরা
বিভাগের সভাপতিকে মারার হুমকি দেওয়ার অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে
যে ৫ উপায়ে দূর করতে পারেন একাকীত্ব