জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা চলছে  চট্টগ্রামে

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০১৮ ০৫:০৮:১৬

জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা চলছে  চট্টগ্রামে

সিলেটের পর চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। আজ শনিবার বেলা দুইটার দিকে শহরের কাজীর দেউড়িতে এই জনসভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য দেবেন ড. কামাল হোসেন। বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভার প্রধান বক্তা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আসম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপিপন্থী পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকে।

ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর বিএনপি নেতারা সকালে আমানত শাহর মাজার জিয়ারত করেন।

গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষ জাতীয় ঐক্যফ্রন্টকে নুর আহমদ সড়কে জনসভা করার অনুমতি দেয়। গত রোববার ঐক্যফ্রন্ট চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিল। পুলিশ প্রশাসন গতকাল লালদীঘি ময়দানের পরিবর্তে নুর আহমদ সড়ক ব্যবহারের অনুমতি দেয়। এ জন্য কিছু শর্ত আরোপ করে পুলিশ। আজ বিকেল পাঁচটার মধ্যে জনসভা শেষ করতে হবে। চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনসংলগ্ন নুর আহমদ সড়কের সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।

সরজমিনে দেখা গেছে, জনসভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টা থেকে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আজ বেলা একটা পর্যন্ত মঞ্চের আশপাশের এলাকা মানুষে ভরে যায়। নুর আহমেদ সড়কের এক পাশে তৈরি মঞ্চটি উত্তরমুখী করা হয়েছে। মঞ্চে কেবল কেন্দ্রীয় ও জেলার নেতারা উঠতে পারবেন।

এর আগে সিলেটে গত বুধবার ঐক্যফ্রন্ট সমাবেশ করে। আজ চট্টগ্রামে ঐক্যফ্রন্টের আজ দ্বিতীয় জনসভা। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন,জনসভা ঘিরে পুলিশের হয়রানি বন্ধ হয়নি। গত রাতে চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছেন। অনেকে আবার বাড়িঘরে থাকতে পারছেন না।

প্রজন্মনিউজ২৪/রাইয়ান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ