আগামী চার থেকে পাঁচ বছরে কমে যাবে ভারতের দেড় লাখ সেনাসদস্য


দেড় লাখের বেশি সেনা কমিয়ে ফেলতে যাচ্ছে ভারত। তবে এত সেনা এক সঙ্গে কমানোর মতো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে না দেশটি। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই দেড় লাখ সেনাসদস্য কমানোর পরিকল্পনা করছে ভারত।রোববার ভারতীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। সেনাবাহিনীকে দক্ষ ও ভবিষ্যৎ যুদ্ধের উপযোগী করে গড়ে তুলতে ক্যাডার পর্যালোচনার আওতায় এই পদক্ষেপ নিচ্ছে ভারত।

গত ২১ জুন ওই ক্যাডার পর্যালোচনার আদেশ দেওয়া হয়েছে। এর আওতায় ১২ লাখ সেনাসদস্যের বাহিনী থেকে দেড় লাখ সদস্য কমিয়ে ফেলা হবে। এছাড়া আধুনিক সরঞ্জাম ক্রয় ও প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীতে থাকা সদস্যদের দক্ষতা বাড়ানো হবে। দেশটির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল জেএস সাধুর নেতৃত্বে ১১ সদস্যের একটি দল এই পরিকল্পনা পর্যালোচনা করে দেখছে। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষ নাগাদ প্রাথমিক একটি পর্যালোচনা প্রতিবেদন সেনাপ্রধান বিপিন রাওয়াতের কাছে হস্তাস্তর করা হবে। 

পরিকল্পনা সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, আগামী দুই বছরের মধ্যে কিছু কিছু পদ একত্রীকরণের মাধ্যমে ৫০ হাজার সেনা কমিয়ে ফেলা হবে। ২০২২-২৩ সাল নাগাদ আরও এক লাখ সেনাসদস্য কমানো হতে পারে।

প্রজন্মনিউজ২৪/হেলাল নিরব