চাকরিচ্যুত ১১৮ শ্রমিককে পুনর্বহালের দাবি


ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চাকরীচ্যুত ১১৮ জন শ্রমিককে পুনর্বহাল অথবা টার্মিনেশনের আওতায় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্র‌তিবাদ সমা‌বে‌শে তারা এ দাবি জানায়।

বক্তারা বলেন, বেআইনিভাবে চাকরিচ্যুতির বিষয়ে গত ৮/৭/২০১৮ ইং তারিখে বিক্ষোভ মিছিলসহ ব্যবস্থাপনা পরিচালক, শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মহলে লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সমাধান করে নাই। যা বাংলাদেশ শ্রম আইন ও সংবিধানের পরিপন্থী।

তারা বলেন, যে কোন কোম্পানি নিজস্ব আইন থাকতে পারে । কিন্তু সেটা দেশের পরিচালিত শ্রম আইন আইএলও কনভেনশন ও সংবিধান পরিপন্থী করা যাবেনা।

উল্লেখ্য, ১ জুলাই ২০১৮ তারিখে ১১৮জন ও ২০১৭ সালের নভেম্বরে ১৭৮ জন শ্রমিককে কোন প্রকার নোটিশ ছাড়া, বেতন ভাতা ও ক্ষতিপূরণ ছাড়াই বেআইনিভাবে চাকরীচ্যুত করেন। এসব শ্রমিককে অতি দ্রুরুত্ পুনঃবহাল অথবা টার্মিনেশনের ক্ষতিপূরণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান। সভাপতি কামরুল আহসান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম দিলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/ জাকির বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট