পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকার প্রস্তাব বিজিএমইএ'র


নিম্নতম মজুরি বোর্ডের কাছে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৬ হাজার ৩৬০ টাকা করার প্রস্তাব দিয়েছে বিজিএমইএ। আর শ্রমিকপক্ষ প্রস্তাব করেছে ১২ হাজার ২০ টাকা।

সোমবার তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ে এক বৈঠকে প্রতিনিধিরা এসব প্রস্তাব করেন। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান জানান, বিগত বছরগুলোর মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে, এ মজুরি প্রস্তাব করা হয়েছে।

 মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম জানান, দুই পক্ষের প্রস্তাব আলোচনা করে যৌক্তিক মজুরি নির্ধারণ করা হবে। খুব দ্রুত এ কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।

গত ১৪ জানুয়ারি পোশাক খাতের মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসে। বোর্ড ঘোষণার আগে থেকেই শ্রমিক প্রতিনিধিরা ১৬ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি জানিয়ে আসছিলেন।

প্রজন্মনিউজ২৪/রাসেল