যখন মৃত্যু হবে হাসি তামাশার বস্তু 


আরিফুর রহমান: আজ খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। আমরা কত হতভাগা জাতি, যেখানে মৃত্যুকে নিয়ে হাসি তামাশা করছি। আর আমরাও তার সাথে তাল মিলিয়ে একই সুরে গায়ছি।

আহ কি আফসোস এই জাতির জন্য যেখানে আমরা বলি ( পড়াশোনা করে কি হবে একদিনতো মরেই যেতে হবে) যেহেতু একদিন মরে যেতে হবে তাহলে কি জন্যে আমরা বেছে থাকার জন্য সংগ্রাম করবো? এই হলো নির্বোধদের প্রশ্ন,যা আমাদের কাছে মৃত্যুর মত কষ্টদায়ক জিনিষ কে হাসির বস্তু হিসেবে তুলে ধরেছে।

যেখানে আল্লাহ রাসুল বলে গিয়েছেন কিয়ামতের পূর্ব মূহুর্তে মানুষ মৃত্যুকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আজ কিয়ামতের পূর্বের অনেক গুলা নিদর্শন মধ্যে এই নিদর্শনটা আমাদের মাঝে দেখা দিয়েছে।

হে মুসলিম জাতি এখনো কি আমরা চুপ করে থাকবো। এখনো কি আমরা ঘুমন্ত অবস্থায় থাকবো। যেখানে প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি এবং কবর দিকে যাচ্ছি।

সুতরাং আমদের উচিৎ এই সব পোষ্ট থেকে দূরে থাকা,এবং মৃত্যুর কথা মানুষকে স্বরণ করিয়ে দাওয়া। যেন মানুষ তার অপরাধী জীবন থেকে আল্লাহর রাসুলের পথ দেখানো আলোর পথে আসে।