প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০১৮ ১২:৩৫:৫৫
আব্দুল্লাহ আল মামুন নিজস্ব প্রতিবেদক, টোকিও: আগামী দুই বছর মেয়াদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (জাপান শাখা) কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল স্বাক্ষরিত অনুমোদন পত্র জাপান পূজা কমিটির কাছে হস্তান্তর করে।
এই কমিটি ১ জানুয়ারি, ২০১৮ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত তাদের কার্যপ্রণালী সম্পন্ন করতে পারবে।
কমিটির সদস্যরা হচ্ছেন, সভাপতি খোকন কুমার নন্দী, সহসভাপতি উত্তম মিত্ৰ, দেবদূত সাহা, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, সহ সাধারণ সম্পাদক রাজীব নন্দী, সাংগঠনির সম্পাদক প্ৰদীপ কুমার দাস, সদস্য সুবর্ণা নন্দী, বিপাসা সাহা, সুপৰ্ণা মিত্ৰ, মানিক সাহা, অমিত কুমার, সুখেন বৃন্নু, প্ৰদীপ সাহা, রতন সাহা, তাপস সাহা, সজীব নন্দী, প্ৰদ্যুৎ নন্দী, সাগর বিশ্বাস, বিমান পোদ্দার, ববিতা পোদ্দার, তপন ঘোষ, পপি ঘোষ, উসা রঞ্জন, সুকান্ত মজুমদার, সৌমেন বিশ্বাস, অংকিক নন্দী, সোহান নন্দী প্রমুখ।
নবনির্বাচিত সংগঠনটির সভাপতি খোকন কুমার নন্দী জানান, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সবাই মিলেমিশে ধারাবাহিকভাবে পালন করবো। আর আমার প্রথম লক্ষ্য হচ্ছে জাপানে একটা মন্দির প্রতিষ্টা করা।
তিনি বলেন, আমি বাংলাদেশে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকার কারণেও আমাকে এ দায়িত্ব দিয়ে থাকতে পারে।
ভিসা নীতিতে কিছু যায় আসে না: শমশের মবিন
বাগেরহাটে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত
শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে: রাঙ্গা
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত রাবির ২১ শিক্ষার্থী
চবিতে বিশ্ব নদী দিবস ২০২৩ উদযাপন
সহকারী জজ নিয়োগ পরীক্ষা,রাবির এক ব্যাচ থেকেই ১০ শিক্ষার্থীর বাজিমাত