প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০১৭ ০৩:১১:৪৬
আমরা প্রায় সকলেই সুন্দর থাকতে চাই। সুন্দর থাকার জন্যই আমরা খরচ করি অনেক টাকা। অথচ এমন অনেক ঘরোয়া পদ্ধতিই আছে যেগুলি ব্যবহার করে আমরা পার্লারে না গিয়ে কিংবা দামি কসমেটিকস না ব্যবহার করেও সুন্দর থাকতে পারি। যেমন ভাতের মাড়। আমরা সাধারণত ভাতের মাড় ফেলে দি।
অথচ ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। ভাতের মাড় ত্বকের জন্য যে কতটা উপকারী তা অনেকেরই জানা নেই। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কীভাবে ভাতের মাড় কীভাবে ত্বককে রক্ষা করে সে সম্পর্কে-
১। ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার থাকে
২। মুখের ত্বকে যেই ছোট ছোট ক্ষত থাকে তা সাড়াতে ভাতের মাড় খুব উপকারী
৩। ভাতের মাড় দিয়ে চুল পরিষ্কার করুন দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে
৪। পানিতে ভালো করে মুখ ধুয়ে ভাতের মাড়ের মাঝে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে
৫। ত্বককে ফর্সা করতে সাহায্য করে
৬। ত্বকে ময়েশ্চেরাইজার এবং অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং এতে অতিবেগুনী রশ্মি শোষণের ক্ষমতা রয়েছে।
৭। আমাদের ত্বকের উপর তামার প্রলেপ পড়ার প্রবণতা রয়েছে আর ভাতের মাড় সেটা গঠন করতে বাধা দেয়।
৮। ত্বকে হাইপার পিগমেন্টেশনে ও বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।
৯। যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তারা ভাতের মাড় তুলো দিয়ে ব্রণ আক্রান্ত জায়গায় লাগালে তা অতি দ্রুত সেরে উঠে এবং ত্বকের লালচে ভাবও দূর করে।
১০। ত্বকের যেখানে চর্ম রোগ রয়েছে সেখানে ঠাণ্ডা ভাতের মাড় লাগালে অনেকটাই উপকার হবে। কারণ ভাতের মাড়ের শ্বেতসার জাতীয় পদার্থ চর্মরোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর।
প্রজন্মনিউজ২৪/কেএম লুৎফর
সহিংসতায় বর্তমান ও সাবেক ক্ষমতাসীনরা দায়ি : মোমিন মেহেদী
গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
রাবির রূপের রানি মতিহার উদ্যান
আমন ধানের বাম্পার ফলনে খুশি বিরামপুরের কৃষকরা
বারবার গোসল করলে হতে পারে যে রোগ
শীতের সবজিতে রোগ নিরাময় ও পুষ্টি সংরক্ষণ