প্রকাশিত: ১০ অগাস্ট, ২০১৭ ১২:৩০:৪৭ || পরিবর্তিত: ১০ অগাস্ট, ২০১৭ ১২:৩০:৪৭
তাল অনেকেই খুব পছন্দ করেন। শ্রাবণের ভ্যাপসা দুপুরে কাঁচা তালের শাঁস খেলেও পাকা তালের প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুবই কম। যদিও এখন ভাদ্র মাস না, তারপরেও বাজারে তালের আনাগোনা শুরু হয়ে গেছে। যারা তাল প্রেমী তারা নিশ্চয় এই ক’দিন তালের তৈরি নানান খাবার বানিয়ে ফেলেছেন। যারা এখনও বানাননি তাদের জন্য আজকের কিছু রেসিপি দেয়া হলো-
তালের হালুয়া
উপকরণ
তালের রস লাগবে ২ কাপ পরিমান, তরল দুধ ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ পরিমান, ঘি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, চিনি ১ কাপ, কিসমিস পরিমাণমতো, গোলাপজল ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী:
পাকা তাল কচলে প্রথমে রস বের করে তালের তিতা পানি বের করে নিন। এবার তালের রস, তরল দুধ, গুঁড়া দুধ, চিনি, এলাচ গুঁড়া সব একসঙ্গে মেখে নিন। এবার প্যানে ঘি দিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ভালোভাবে নাড়তে থাকুন। যখন আঠালো হয়ে আসবে তখন গোলাপজল ও কিসমিস দিন। শক্ত হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে পারেন।
তালের আইসক্রিম শেক
উপকরণ
তালের রস ৪ কাপ পরিমান, গুঁড়া দুধ ১ কাপ, চিনি আধা কাপ, ঠাণ্ডা পানি ২ কাপ, মধু ২ টেবিল চামচ, বরফ কুচি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে তালের রস জ্বাল করে ঘন করে নিন। এবার বরফ কুচি ছাড়া বাকি সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। ঠাণ্ডা করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আইস সেক।
তালের পাটিসাপটা
উপকরণ
তালের গোলা ১ কাপ, ময়দা আধা কাপ, সাথে চালের গুঁড়া ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ডিম ১টি। কোরানো নারকেল ১ কাপ, দুধের ক্ষীর আধা কাপ, চিনি আধা কাপ জ্বাল দিয়ে পুর তৈরি করে নিতে হবে।
প্রস্তুত প্রণালী:
তালের গোলার সঙ্গে বাকি সব উপকরণ মিলিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার তাওয়াতে সামান্য ঘি লাগিয়ে হাতলে করে গোলা দিয়ে তাওয়া ঘুরিয়ে রুটি তৈরি করতে হবে। ওপরটা শুকিয়ে এলে পুর দিয়ে পাটির মতো রোল করে পিঠা তৈরি করতে হবে।
যৌন কর্মীদের আইনগত স্বীকৃতি দিয়েছে ভারতীয় আদালত
গাইবান্ধায় অচেনা প্রানীর আক্রমনে ৪০ জন আহত
আইপিএল : দুই রয়্যালসের মেগা দ্বৈরথ দেখতে উদগ্রীব ক্রিকেট প্রেমিরা
পাকিস্তানে নির্বাচনে ইভিএম বাতিল করে পার্লামেন্টে বিল পাস
দেড় বছরেও হয়নি রাস্তা পাকা, দুর্ভোগে হাজার মানুষ
চলছে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
বুটেক্সে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত