তিতুমীর কলেজ


কলেজটির প্রতিষ্ঠা বত্সর ১৯৬৫। তিতুমীর কলেজ ঢাকার পুরাতন কলেজের মধ্যে একটি। পাকিস্তান শাসনামলে কলেজটি জিন্নাহ কলেজ নামে পরিচিত ছিল। কলেজটি সরকারী হওয়ার সুবাদে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে ছুটে আসে। কলেজটি প্রতিষ্ঠার শুরুতে ইন্টারমিডিয়েট পর্যায়ে পাঠদান করা হতো। পর্যায়ক্রমে কলেজটির শিক্ষা কার্যক্রম ডিগ্রী এবং অনার্স পর্যায়ে উন্নীত করা হয়। অনার্স কার্যক্রম চালুর প্রাথমিক অবস্থায় শুধুমাত্র বাংলা এবং রসায়ন বিষয়ে পাঠ দান করা হতো। তিতুমীর কলেজটির কলেজ কোড ৬৪২৩। কলেজটিতে দুটি স্বেচ্ছাসেবক ইউনিট রয়েছে; (১) বিএনসিসি এবং (২) রোভার স্কাউট।

ঠিকানা এবং অবস্থান

সরকারী তিতুমীর কলেজ

ওয়্যারলেস গেইট, মহাখালী, ঢাকা।

ফোন: ৮৮-০২-৯৮৯৯৪৯০

ইমেইল: info@titumircollege.gov.bd

ওয়েব: www.titumircollege.gov.bd

পরিচালিত অনার্স কোর্স এবং বিষয়

ক্রমিকনং

অনার্স কোর্স

বিষয়

২01২।

বিএসসি অনার্স

উদ্ভিদবিদ্যা, রসায়ন, গণিত, পদার্থ বিদ্যা এবং প্রাণীবিদ্যা।

0২।

বিকম অনার্স

হিসাবরক্ষন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা ও মার্কেটিং।

03।

বিএসএস অনার্স

অর্থনীতি, সমাজ কল্যান, সমাজ কর্ম।

04।

বিএ অনার্স

বাংলা, ইংরেজী, সাধারন ইতিহাস, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, ইসলামিক স্ট্যাডিজ, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান।

ভর্তির নিয়মাবলী

লাইব্রেরী

প্রতিটি অনুষদের নিজস্ব গ্রন্থাগার বা লাইব্রেরী রয়েছে। এখানে ৭০০০ বই সংগ্রহে রয়েছে। বই বাসায় নিয়ে পড়ার ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময়ে বই ফেরত না দিলে বইয়ের জরিমানা প্রদান করতে হয়। গ্রন্থাগারে চারটি বেঞ্চ: বিশাল এই কলেজের একমাত্র গ্রন্থাগারটির অবস্থান বিজ্ঞান ভবনের নিচতলায়। গ্রন্থাগারে আছে সাকুল্যে চারটি বেঞ্চ।

পরিবহন ব্যবস্থা

শিক্ষার্থীদের জন্য কলেজের বাস রয়েছে ২টি। বাসদুটি দ্বিতল। প্রথম বাসটি সকাল ১০ টার মধ্যে টঙ্গী থেকে এবং দ্বিতীয় বাসটি মিরপুর ১১, ১২ নং থেকে  ছাত্র-ছাত্রীদের কলেজে নিয়ে আসে। উভয় বাস বিকাল বেলা ৩টার সময় কলেজ থেকে ছেড়ে যায়।

হোস্টেল সুবিধা

কলেজের ছাত্রদের জন্য ১টি এবং ছাত্রীদের জন্য ৩টি হোস্টেল রয়েছে। কলেজের হোস্টেলে বাইরের ছাত্র-ছাত্রী থাকতে পারে না। সিট খালি থাকা সাপেক্ষে হোস্টেল সুপারের নিকট লিখিত আবেদন করতে হয়। হোস্টেলগুলোতে ১০০০ থেকে ১৩০০ জন ছাত্র-ছাত্রী থাকতে পারে। হোস্টেলের রুমগুলোতে ৩জন করে শিক্ষার্থী থাকতে পারে। রুমের খরচ থাকা খাওয়া সহ ৮-১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। হোস্টেলে সকালের নাস্তার মেনুতে রয়েছে সবজি, রুটি, পরোটা, ডাল এবং খিচুড়ি। দুপুরের মেনুতে রয়েছে ডিম, মাংস, সবজি, ভাত, মাছ, ভর্তা। রাতের মেনুতে রয়েছে ডিম, মাংস, সবজি, ভাত ও মাছ। ছাত্রদের হোস্টেলের নাম আক্কাছুর রহমান হল যা তিতুমীর কলেজের পাশে অর্চার্ড বিল্ডিং সংলগ্ন। ছাত্রীদের ১টি হলের নাম সুফিয়া কামাল হল।অন্য দুটি বনানীতে অবস্থিত।

সাংস্কৃতিক অঙ্গনে সফলতা

সাংস্কৃতিক অঙ্গনেও কলেজটির আছে বেশ সফলতা। ২০০৮ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় তৃতীয় দক্ষিণ এশিয়ান উৎসব। সেখানে বাংলাদেশসহ ২৭টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। সে অনুষ্ঠানে তিতুমীর কলেজের শিক্ষার্থী রবিউল আলম বাবু নাচে প্রথম স্থান অর্জন করেন।

প্রয়োজনীয় তথ্য

প্রজন্মনিউজ২৪.কম/জোবায়ের