ঢাকা শহর সম্পর্কে ১০ তথ্য


প্রাণের শহর, যাদুর শহর, মসজিদের শহর, রিকশার শহর, নিয়ন বাতির শহর-সহ অসংখ্য নামে ডাকা এ প্রাণের নগরীর অনেক তথ্যই আমাদের অজানা। আসুন ঢাকা শহর সম্পর্কে ১০ অজানা তথ্য জেনে নিই।
১. ঢাকা শহরের নামকরণ করা হয় ‘ঢাকেশ্বরী’ শব্দ থেকে। ঢাকেশ্বরী শব্দের আভিধানিক অর্থ হল- লুকায়িত দেবী।

২. এ শহরে অবস্থিত আহসান মঞ্জিল বিখ্যাত নবাব পরিবারের বাসস্থান ছিল। একে পিংক প্যালেস নামেও ডাকা হয়।

৩. ঢাকা কে ‘রিকশার শহর’ বলার কারণ এ শহরে প্রতিদিন ৪ লক্ষের বেশি রিকশা চলে।

৪. বুড়িগঙ্গা নদীটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এ নদীই ঢাকাকে বাংলাদেশের অন্যান্য প্রান্তের সাথে যুক্ত করে। তবে পরিবেশ বিভাগের          মতে প্রতিদিন এ নদীতেই ২২ হাজার কিউবিক লিটার বিষাক্ত পানি ফেলা হয়।

৫. এ শহরের বিশেষ অংশই ‘চা আসক্ত’। শহরের অধিকাংশ মানুষই চা পান করে।

৬. এ শহরের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক, যার প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী।

৭. এ শহরেই ‘যমুনা ফিউচার পার্ক’ নামক শপিং মল অবস্থিত যা বিশ্বের দ্বাদশ এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম শপিং মল।

৮. ঢাকা শহরকে ট্রাফিক জ্যামের হিসেবে পৃথিবীর সবচেয়ে বাজে শহর ধরা হয়। ২০১১ সালের একটি সরকারি রিপোর্টে বলা হয় দিনে একটি গাড়িকে ৭            ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতে পারে।

৯. প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ নিয়ে ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর এবং পৃথিবীর অন্যতম বৃহত্তর শহরের একটি।

১০.এ শহর সর্বমোট ৪ বার রাজধানী ছিল ভিন্ন ভিন্ন কালে।

অসংখ্য ঘটন-অঘটন, ইতিহাস এবং ভাল মন্দ মিলিয়ে হলেও ঢাকা আমাদের কাছে প্রিয় শহর। এ যাদুর শহরকে সবাই ভালবাসি, এ প্রাণের শহরকে আমরা সবাই ভালবাসি।