প্রকাশিত: ০৯ জুলাই, ২০১৭ ০৩:০১:৩৬
গোধূলীবেলার মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। গোধূলীলগ্নের অপরূপ রূপের স্তুতিবাক্য কবি-সাহিত্যিকরা তাদের বহু লেখায় তুলে ধরেছেন। কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন/ সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;/ পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন/ তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল’।
যেন কবিতার মতোই এ দৃশ্য। কবি বলেছেন, ‘শেষ বিকেলের আলো যখন চলে যাবে.../ যখন ছুটি নিবে গোধূলী, তুমি কোথায় রবে?’ এমন মায়াবী সৌন্দর্যে কবির মতো মুগ্ধ হই আমরাও। হারিয়ে যাই নিজের অজান্তে। ময়মনসিংহ গেলে এমন দৃশ্য চোখে পড়বে আপনারও।
গোধূলীর মেঘ যেন সিঁদুর মেখে আছে। কপালে ছোট্ট টিপ পরেছে। যতদূর চোখ যায়, দেখা যায় ভুবন মোহিনী রূপ। একটু একটু করে ডুবে যায় সূর্য। চারিদিক থেকে আঁধার নেমে এসে ঘিরে ধরে পৃথিবী। কণ্ঠশিল্পী মাইলসের গানে, ‘শেষ বিকেলের আলোয়/ বিষাদ সন্ধ্যায়/ চলতে চলতে এই পথে/ হঠাৎ প্রশ্ন জাগে/ আর কতকাল খুঁজবো তোমায়’।
গানের মতোই জলে নামে বিষাদের ছায়া। কী যেন খুঁজি সারাটা জীবন।
প্রজন্মনিউজ২৪/কেএম লুৎফর
সরকারের কথা অনুযায়ী চললে, সেটা বিশ্ববিদ্যালয় থাকেনা: অনু মুহাম্মদ
মেয়েকে প্রকাশ্যে আনল প্রিয়াঙ্কা-নিক
চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহবুব ও ইমাম
৮ দফা দাবিতে নোবিপ্রবি উত্তাল, ৭২ ঘন্টার আল্টিমেটাম
রাষ্ট্রপতির কাছে হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
কালীগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠিতা বার্ষিকী পালিত
লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণ
মৌলভীবাজারে CMF এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ