প্রকাশিত: ০৯ জুলাই, ২০১৭ ০৩:০১:৩৬
গোধূলীবেলার মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। গোধূলীলগ্নের অপরূপ রূপের স্তুতিবাক্য কবি-সাহিত্যিকরা তাদের বহু লেখায় তুলে ধরেছেন। কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন/ সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;/ পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন/ তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল’।
যেন কবিতার মতোই এ দৃশ্য। কবি বলেছেন, ‘শেষ বিকেলের আলো যখন চলে যাবে.../ যখন ছুটি নিবে গোধূলী, তুমি কোথায় রবে?’ এমন মায়াবী সৌন্দর্যে কবির মতো মুগ্ধ হই আমরাও। হারিয়ে যাই নিজের অজান্তে। ময়মনসিংহ গেলে এমন দৃশ্য চোখে পড়বে আপনারও।
গোধূলীর মেঘ যেন সিঁদুর মেখে আছে। কপালে ছোট্ট টিপ পরেছে। যতদূর চোখ যায়, দেখা যায় ভুবন মোহিনী রূপ। একটু একটু করে ডুবে যায় সূর্য। চারিদিক থেকে আঁধার নেমে এসে ঘিরে ধরে পৃথিবী। কণ্ঠশিল্পী মাইলসের গানে, ‘শেষ বিকেলের আলোয়/ বিষাদ সন্ধ্যায়/ চলতে চলতে এই পথে/ হঠাৎ প্রশ্ন জাগে/ আর কতকাল খুঁজবো তোমায়’।
গানের মতোই জলে নামে বিষাদের ছায়া। কী যেন খুঁজি সারাটা জীবন।
প্রজন্মনিউজ২৪/কেএম লুৎফর
বলে লালা ব্যবহার গ্লেন ফিলিপসের, কী বলছে আইসিসি?
সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শান্ত
দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু
রিটার্ন দাখিলকারী করদাতা এক কোটি হওয়া উচিত : এনবিআর
জবির নতুন উপাচার্য সাদেকা হালিম
শান্ত-মুশফিকের জুটিতে ভালো অবস্থানে বাংলাদেশ
আলোচিত সাংসদ একরামুলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহিনের মনোনয়নপত্র জমা