প্রকাশিত: ১৭ জুন, ২০১৭ ০৪:০৫:২৬
বর্তমান বিশ্বে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা্। জনপ্রিয় এ খেলাটির প্রতিনিধিত্ব করছে দুটি মুসলিম দেশ। ক্রিকেটের এই বিশাল সাম্রাজ্যে অসংখ্য ক্রিকেটারের মধ্যে মাত্র তিন জন ক্রিকেটাররয়েছেন যারা কোরআনে হাফেজ। সেই তিন জন ক্রিকেটারই পাকিস্তানি খেলোয়াড়।
১. সরফরাজ অাহমেদ:
পাকিস্তানি উইকেট-কিপার ও ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ৪ জানুয়ারি, ২০১০ তারিখে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সে একজন কুরআনে হাফেজ।
২. সাদ নাসিম:
সাদ নাসিম পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য নাসিম ডানহাতি মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও তিনি লেগব্রেক স্পিন বোলিংয়েও পারদর্শী। সেও একজন কুরআনে হাফেজ।
৩. রাজা হাসান:
রাজা হাসান পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। রাজা হাসান স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিন বোলার। সেপ্টেম্বর, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। ১০ অক্টোবর, ২০১৪ তারিখে একই মাঠে ও একই দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। সেও একজন কুরআনে হাফেজ।
প্রজন্মনিউজ২৪/মাহমুদুল
মসজিদের টাকা আত্মসাতকারীর বিচারের দাবীতে মানববন্ধন
বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন ,মেয়র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ: ইউরোপের ইতিহাসে একটি দর্শনীয় ফাইনাল
পাকিস্তানে নির্বাচনে ইভিএম বাতিল করে পার্লামেন্টে বিল পাস
সাংবাদিক হত্যার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাবে আল জাজিরা
রামগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়ন সভা অনুষ্ঠিত