ইংরেজী সালকে হিজরীতে রূপান্তর করার কৌশল :



১) প্রথমে ইংরেজী সাল থেকে ৬২২ (মহানবীর (সা) মদীনা হিজরতের বর্ষ) বিয়োগ করে বিয়োগ ফলকে শতাব্দী ও অশতাব্দী নামক দু’টি অংশে বিভক্ত করতে হবে।
২) এরপর শতাব্দী অংশকে ৩ দিয়ে গুণ করতে হবে।
৩) অশতাব্দী অংশ ০০-৩৩ পর্যন্ত হলে ১; ৩৩-৬৬ পর্যন্ত হলে ২ এবং ৬৬-৯৯ পর্যন্ত হলে ৩ ধরে যোগ করতে হবে।
৪) সবশেষে ইংরেজী সাল থেকে ৬২২ বিয়োগ করে বিয়োগফল যদি ১০০০ বা তার বেশী হয়, তবে আরও ১ যোগ করতে হবে। সর্বমোট যোগফলটিই হবে হিজরী সাল।

যেমন উল্লেখিত নিয়মানুযায়ী ২০১৪ সালে হিজরী সাল কত হবে :
ক) ২০১৪-৬২২=১৩৯২ (এখানে ১৩ শতাব্দী ও ৯২ অশতাব্দী অংশ)
খ) ১৩×৩                                         = ৩৯
গ) অশতাব্দী অংশ ৯০ হওয়ায় যোগ =  ৩
ঘ) বিয়োগফল ১৩৯২    ,,       ,,  =  ১
সর্বমোট যোগফল  = ১৪৩৫
এ ফলাফলটিই কাংখিত হিজরী সাল। এভাবে পূর্বের সালও বের করা যাবে। সোনামণি বন্ধুরা চেষ্টা করে দেখ।
সংগ্রহে : জোহা নাসির (আয়ারল্যান্ড)