প্রকাশিত: ২৬ মে, ২০১৭ ১২:৫১:৪১
আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলার পর সম্প্রতি তাদের সোনার দোকানে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে বাজেটের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ধর্ষণের মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলের পক্ষে অবস্থান না নেওয়ার কথাও বলেন বাজুস নেতারা। তবে ওই ঘটনাটি ধরে সোনার দোকানগুলোকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সোনার দোকান মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এলসি দিয়ে কোনদিন সোনা আমদানি করা হয়নি।
আমদানি না থাকায় ব্যবসায়ীদের সোনার উৎস অবৈধ পথে আসা বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আগরওয়ালা বলেন, “আমরা বাই জেনারেশন এই ব্যবসা পেয়ে এসেছি, আমরা জানি সেটা বৈধ। আমাদের কোনোদিন বলা হয়নি তাঁতীবাজারের পোদ্দারদের থেকে আমরা যেই গোল্ড কিনি এটা অবৈধ। আমাদের কোনোদিন বলা হয়নি ব্যাগেজ রুলে একজন কাস্টমার যখন একশ গ্রাম সোনা নিয়ে আসে, সেটা কেনা অবৈধ।
“যেহেতু সরকার আমাদের কোনোদিন স্বর্ণ আমদানি করার সুযোগ দেয়নি, তাই আমরা তাই মনে করি, আমরা যেভাবে ব্যবসা করি সেটা বৈধ।”
বিজিবিতে চাকরির সুযোগ, হতে হবে অবিবাহিত
পথশিশুকে বিয়ে দিল গান্ধি আশ্রম ট্রাস্ট
বাংলাদেশে সার সংকট হতে পারে যুদ্ধের কারণে
বিটার অরেঞ্জ ট্রি - বাড়ি থেকে অনেক দূরে একটি জীবন
নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
" বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে "
বন্দরের অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব রাশিয়ার ‘ব্ল্যাকমেইল’, বলছে ইউক্রেন
পাওনা টাকা চাওয়ায় হামলায় স্বীকার কাপড় ব্যবসায়ী