সেহরী ও ইফতারের সময় সূচী ঘোষণা

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০১৭ ০৬:৪১:২২

সেহরী ও ইফতারের সময় সূচী ঘোষণা

আগামী ২৮ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে চলতি বছরের সেহরি ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন

গত ২৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১ মে রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে।

আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪/এস ডি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ