প্রকাশিত: ০১ অগাস্ট, ২০১৬ ০৭:৩৪:১৭
আপনি ভোটার হয়েছেন কিন্তু কার্ড কিংবা NID Number পাচ্ছেন না । SIM নিবন্ধন বা ক্রয় বা কোন কিছুই করতে পারছেন না । আপনার কাছে যদি আপনার আপনার ভোটার নিবন্ধনের সময় প্রপ্ত স্লিপ নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে আপনার NID Number ও অনলাইন জাতীয় পরিচপত্র ২ মিনিটে নিতে পারবেন ।
সাথে সাথে আপনি আপনার নিজের NID CARD এর পিডিএফ ডাউনলোড দিতে পারবেন আর ব্যবহার করতে পারবেন সকল কাজে ।
কি ভাবে করবেন ?
প্রথমে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি পেজ আসবে
শুধু আপনার স্লিপ নাম্বার, জন্মতারিখ ও ক্যাপসা এন্ট্রি করলে আপনার NID নাম্বার, ভোটার নাম্বার ইত্যাদি পাবেন । NID নাম্বার তো পেলেন । এবার কি করবেন ?
আপনি যদি আপনার অনলাইন ভোটার কার্ড পেতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে ।
আপনি যদি ঠিকঠাক ক্লিক করেন তাহলে এরকম একটি পেজ আসবে । এখানে আপনার এন আই ডি নাম্বার, জন্মতারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্টেশন করে ফেলবেন ।
রেজিষ্টেশন হয়ে গেলে আপনার NID নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন । দেখবেন সেখানে আপনার সব তথ্য আছে ।
রেজিষ্টার শেষ করে লগিন করলে নিচের মত অপশন আসবে এখান থেকে পরিচয় বিবরণী ক্লিক করে Download করা যাবে
এবং এটি দিয়ে জাতীয় পরিচয়পত্রের সকল কাজ করতে পারবেন ।
আইএলডিসির এমডি পদ থেকে পদত্যাগ করছেন আরিফ খান
নির্বাচন সুষ্ঠু না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না
তালিকায় মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ
‘বিশ্ববিদ্যালয়ের প্রতিহিংসা ও শিক্ষক রাজনীতির শিকার’- সামিয়া রহমান
আবারও নির্বাচিত হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম
পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শরীরে বোতল লাগিয়ে প্রার্থীর অদ্ভুত প্রচারণা