হাওরে ভাসছে মরা মাছ, বাড়ছে কৃষকের হাহাকার


সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের বাঘা হাওর, হাকালুকি হাওরসহ বিভিন্ন হাওর জুড়ে ভাসছে মরা মাছ। টানা সাপ্তাহ দু একের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের আগাম বন্যায় নষ্ট হয়া ফসলের বিষক্রিয়ায় পানি বিষাক্ত হয়ে হাওর ও ক্ষেতের মাছ মরে পানিতে ভাসছে ।

প্রশাসন তাই সতর্কবার্তা জানিয়েছে, হাওর ও বিলে ভেসে ওঠা মরা মাছ ধরা ও খাওয়া থেকে বিরত থাকার। গোলাপঞ্জ উপজেলার বাঘা হাওর, হাকালুকি হাওরে কমছে পানি মরছে মাছ। ১৯/০৪/২০১৭ বুধবার গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন সকালে বাঘা হাওর পরিদর্শন করে বিষক্রিয়ামুক্ত করতে দূষিত পানিতে চুনা ছাড়েন।

ভেসে যাওয়া বিষাক্ত মরা মাছ ধরলে বা খেলে তার প্রতিক্রিয়া সম্পর্কে তিনি উপস্থিত মৎস খামারি, মৎসজীবি ও স্থানীয়দের অবহিত করেন। এসময় মাছ ধরা থেকে বিরত থাকার জন্য এলাকায় মাইকিং করার জনও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন নির্বাহী অফিসার।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফরিন্দ্র সরকার, সমাজসেবী আর্জুমন্দ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস খামারি, মৎসজীবি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে আমরা হাওরগুলো পরিদর্শন ও চুনা ছেড়েছি।

স্থানীয়দের সচেতন করতে এলাকায় মাইকিং করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া আগামীকাল শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি হাওরে একইভাবে চুনা ছাড়া হবে এবং মৎস খামারিসহ সংশ্লিষ্টদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।

স্থানীভাবেও এ বিষয়ে সচেতনা সৃষ্টির জন্য সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বাজারে মাছ ক্রয়ের সময়ে সকলকে সজাগ থাকারও আহবান জানান।

প্রজন্মনিউজ২৪/লস্কর/কেএমএল