কাশ্মীরের স্বাধীনতার দাবিতে কলকাতায় বিক্ষোভ


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাশ্মীরের স্বাধীনতার দাবীতে আবারও বিক্ষোভ করেছে। রবিবার কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে ওই বিক্ষোভের আয়োজন করা হয়। একই সময়  অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অডিটরিয়ামে সংখ্যালঘুদের অধিকার সম্পর্কিত একটি আন্তর্জাতিক সেমিনার চলছিল।  খবর কলকাতা টুয়েন্টিফোরের।  

শুধু কাশ্মীর নয়, মণিপুর ও নাগাল্যান্ড রাজ্যের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত ওই বিক্ষোভে ‌‌'কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, নাগাল্যান্ড মাঙ্গে আজাদি' শীর্ষক স্লোগান দেয়া হয়। উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগীকে 'ট্রাম্প' আখ্যা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।  
 
এর আগে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে উত্তপ্ত হয়েছিল দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেই ঘটনার কয়েকদিন পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া একটি মিছিলে কাশ্মীর এবং মণিপুরের স্বাধীনতার দাবিতে মিছিল করা হয়।