ভালোবাসা দিবসে গোলাপ ও লাল-নীল পোশাকে শাহবাগে মানুষের ঢল

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২০:৫৮ || পরিবর্তিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২০:৫৮

ভালোবাসা দিবসে গোলাপ ও লাল-নীল পোশাকে শাহবাগে মানুষের ঢল

আজ  বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইনস ডে। শিশু থেকে যুবাক  সবার হাতে হাতে লাল গোলাপ ও লাল-নীলের পোশাকে শাহবাগে মানুষের ঢল নেমেছে।

আজ ১৪ ফেব্রুয়ারি ‘বসন্ত উৎসব ১৪২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদ। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বেলা সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত, ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত, সদরঘাট-সংলগ্ন ওয়াইজঘাট বুলবুল ললিতকলা একাডেমির মাঠ (বাফা) এবং উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণির উন্মুক্ত মঞ্চে বিকেল ৪টা থেকে সাড়ে রাত ৮টা অবধি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টায় সুস্মিতা দেবনাথ ও সহশিল্পীদের ধ্রুপদি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ হয়।

প্রজন্মনিউজ২৪/হক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ