টাইগারদের বোলিং তোপে কাঁপছে ভারত

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:২৯:২৭

টাইগারদের বোলিং তোপে কাঁপছে ভারত

শক্তিশালী ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যুব দল। পচেস্ট্রুমে টস জিতে বোলিং বেছে নিয়েছে আকবর আলীর বাহিনী। বোলিংয়ে নেমেই টাইগারদের বোলিং তোপে কাঁপছে ভারত।

দলীয় ৯ রানে ডিএ সাক্সেনাকে মাহমুদুল হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেছেন অভিষেক দাস। রান তুলতে নাভিশ্বাস উঠেছে ভারতীয় ব্যাটসম্যানদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৭ রান।

সিনিয়র এবং জুনিয়র দল মিলিয়ে এটাই প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন শনিবার অধিনায়ক আকবর আলী প্রত্যয়ী কণ্ঠে বলেছিলেন, 'ভারত দুর্দান্ত দল। তাদের ব্যাটিং, বোলিং দুই বিভাগই খুব ভালো। টুর্নামেন্টে তারা অপরাজিত, আমরাও। আশা করছি, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা তাদের নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো যদি মাঠে বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।'

আবহাওয়ার রিপোর্ট বলছে, ৪১ থেকে ৪৪ শতাংশ সম্ভাবনা আজ পচেস্ট্রুমে বৃষ্টি হওয়ার। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। তাতেও অবশ্য আশঙ্কা থাকছে। কারণ সোমবারও পচেস্ট্রুমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে!

পরপর দুই দিনই ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে দুই দলের হাতে। অর্থাৎ, যুব বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দুই দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করবে আইসিসি। যদিও দুই দেশের ক্রিকেট সমর্থকরা অবশ্যই সেটা চাইবেন না। কারণ, আজ হাইভোল্টেজ ম্যাচ দেখার আশায় বসে রয়েছেন দুই দেশের কয়েক লাখ ক্রিকেট সমর্থক।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ