মুজিব বর্ষে বই বিতরণ কর্মসূচি

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২০ ০৬:৩৪:৩৭ || পরিবর্তিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২০ ০৬:৩৪:৩৭

মুজিব বর্ষে বই বিতরণ কর্মসূচি

টাংগাইল প্রতিনিাধ: "মুজিব বর্ষে তারুণ্যের চেতনায় জেগে উঠুক বঙ্গবন্ধুর জীবন দর্শন" এই স্লোগানকে সামনে রেখে টাংগাইলের পলিটেকনিক ইন্সটিটিউটে পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধু রচিত "অসমাপ্ত আত্মজীবনী" বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন - আলহাজ্ব জামিলুর রহমান মিরন, মেয়র টাংগাইল পৌরসভা। আলোচক ছিলেন - আব্দুর রউফ রিপন, সহ সভাপতি টাংগাইল পৌরসভা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌ. মো আনোয়ার হোসেন, অধ্যক্ষ টাংগাইল পলিটেকনিক। অনুষ্ঠান সঞালনায় ছিলেন আবুল কালাম, বিভাগীয় প্রধান (মেকানিক্যাল)। এছাড়াও বক্তব্য রাখেন - তানভীরুল ইসলাম হিমেল, সিনিয়র যুগ্ম-আহবায়ক টাংগাইল জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে তথ্যভিত্তিক বক্তব্য রাখেন - মীর ওয়াছেদুল হক তানজিল, টাংগাইল পৌর ছাত্রলীগ। এছাড়াও মো. হযরত আলী,  মো. রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজকের তরুনরা হতাশায় ভোগেন তাদের মাঝে ভাল চিন্তা ও কাজের তেমন খোরাক নেই। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পড়ে তরুনরা উদ্দীপ্ত, বলিষ্ঠ, পরবর্তীতে যোগ্য নেতা হতে ভূমিকা রাখবে। তাই টাংগাইলের প্রতিটি প্রতিষ্ঠানে এই বই ছড়িয়ে দেয়ার অঙ্গিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

প্রজন্মনিউজ২৪/সালাহউদ্দিন/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ