বাংলাদেশ দারিদ্র্য নিরসনের মডেলঃ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২০ ১১:১১:০১

বাংলাদেশ দারিদ্র্য নিরসনের মডেলঃ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শেফার বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে সরকার ও জনগণের সংকল্পের জোরে একটি দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে মাত্র চার দশকের ব্যবধানে স্বল্প মধ্যম আয়ের দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।

তিনি আরও বলেন, প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং উন্নয়নের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে দেশের যুবকদের জন্য আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। এজন্য প্রয়োজন হবে একটি শক্তিশালী বেসরকারী খাত, অনুকূল ব্যবসায়িক পরিবেশ, দক্ষ শ্রমশক্তি, কার্যকর অবকাঠামোসহ সঠিক নীতিমালা ও দ্রুত পদক্ষেপ।


স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়ন বিশেষ করে শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নেরও প্রশংসা করেন তিনি। শেফার বলেন, বিশ্বব্যাংক সরকার, অংশীদার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিবিড় সহযোগিতা এবং সব মানুষের সুবিধার্থে উচ্চ মধ্যম আয়ের মর্যাদার দিকে যাত্রায় বাংলাদেশের সঙ্গে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে বুধবার, হার্টভিগ শেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রজন্মনিউজ২৪/সজীব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ