সিটি ভোটে থাকছে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২০ ০৪:৫১:২৪

সিটি ভোটে থাকছে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট ৬৭ জন বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার কর্মকর্তারা।

বুধবার (২৯ জানুয়ারি) তারা জানান, সাতটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে রয়েছেন-যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, সুইজারল্যাণ্ডের ৬ জন, জাপানের ৫ জন, নেদারল্যান্ডসের ৬ জন, ডেনমার্ক ২ জন, নরওয়ের ৪ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ৫ জন পর্যবেক্ষক সিটি ভোট পর্যবেক্ষণ করবেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গত ২০ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেদিন তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্থানীয় সরকারের এ নির্বাচন পর্যবেক্ষণ করবে। যারা পর্যবেক্ষক হিসেবে আসবেন, তারা মূলত কূটনৈতিক কোরের সদস্য।

নির্বাচনের দিন তারা মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন। এছাড়া ১০১৩ জন্য দেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের কয়েক হাজার সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন বলে ইসির গণসংযোগ শাখা সূত্রে জানা গেছে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইভিএমে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ