বাজেট ঘাটতি নিয়ে মাথা ঘামানোর চেয়ে দরিদ্রের ব্যয় ক্ষমতা বাড়ানো বেশি জরুরিঃ অভিজিৎ

প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২০ ০২:১৫:৩০

বাজেট ঘাটতি নিয়ে মাথা ঘামানোর চেয়ে দরিদ্রের ব্যয় ক্ষমতা বাড়ানো বেশি জরুরিঃ অভিজিৎ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার সম্মানসূচক ডি লিট তুলে দেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। এই উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করেছে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান। সেখানে তার লেখা ‘গুড ইকোনমিকস ফর হার্ড টাইমস’ গ্রন্থের পেপার ব্যাক সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।

অভিজিৎ বলেন, মুষ্টিমেয় জনসংখ্যার হাতে সম্পদের সঞ্চয়ীকরণ ঠেকাতে না পারলে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। বাজেট ঘাটতি নিয়ে মাথা ঘামানোর চেয়ে দরিদ্রের ব্যয় ক্ষমতা বাড়ানো বেশি জরুরি। পরিকাঠামোয় উন্নত এবং ব্যাংককে চাঙ্গা করতে সরকারকে টাকা বিনিয়োগ করতে হবে।


তিনি বলেন, ‘ভারতে ক্ষমতাসীন দলের আশপাশের লোক যখন মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত করেন, তখন সেটা আসলে একটি জনগোষ্ঠীকে বিপজ্জনক বলে চিহ্নিত করার চেষ্টা মাত্র। যুক্তরাষ্ট্রেও কৃষ্ণাঙ্গ আর মেক্সিকানদের মধ্যে একইভাবে এই ভীতি ছড়ানোর চেষ্টা হয়। এটা আদৌ বাস্তবসম্মত নয়। কাম্যও নয়। আর এখানে অনুপ্রবেশের বিষয়টি এমন নয় যে মহামারির আকার নিয়েছে।’

প্রজন্মনিউজ২৪/সজীব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ