চীন-কোরিয়া থেকে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২০ ০৫:৫৯:৫৪

চীন-কোরিয়া থেকে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা বাংলাদেশে আসছেন সরকার তাদেরকে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে এমন পদক্ষেপের কথা জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

ড. মোমেন বলেন, ‘চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি। তাই চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের হিসাব-নিকাশ ও পর্যবেক্ষণে রাখবে সরকার।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ওইসব জায়গা থেকে আসবে তাদের নাম-ঠিকানা নিয়ে রাখবো যাতে করে কোনো ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি।’

বাংলাদেশের বেশকিছু উন্নয়ন প্রকল্পে (যেমন-পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র) অনেক চীনা কর্মী জড়িত রয়েছেন। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষও কাজ করছেন, এর ফলে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনো অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’

বিমানবন্দরে স্ক্যান চালু করা হবে কি না জানতে চাইলে সরকারের এ মন্ত্রী বলেন, ‘আমরা কোনো ভ্রমণ সতর্কতা দেইনি। আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনো রেসট্রিকশন দেইনি, শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।’

চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়ে ড. মোমেন বলেন, ‘চীনের উহান থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাসের বিষয় নিয়ে একটি বৈঠক আছে। তবে এই রোগের প্রতিষেধক কী, আমরা তা এখনো জানি না।’

প্রজন্মনিউজ/সজীব

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ