বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২০ ০৩:৪১:৫৪

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাত ছাড়া করেছে বাংলাদেশ। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন।

এমন এক ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিলো। বৃষ্টির কারণে সেটা হয়নি এখনও।প্রসঙ্গত, লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তবু লড়াই করতে পেরেছিলো বাংলাদেশ। ১৪১ রানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পেরেছিলো।

১৯৯৫ কেজি খিচুড়ি রান্না করে বিশ্ব রেকর্ড ≣ সকল রাজকীয় দায়িত্ব ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান, আহত হয়েছে রাজপরিবার, জানালো বাকিংহাম প্যালেস ≣ মাদকের কারণে যে ব্যক্তির দাঁত পড়ে যায়, তার পক্ষে কাউকে টেনে নিয়ে ধর্ষণ তো দূরে থাক, নিজেকে টেনে তোলার ক্ষমতাই থাকে না

দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। মাত্র ১৩৬ রান করে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দেখা যাক, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এসে জয়ের দেখা পায় কি-না সফরকারীরা।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ