মন্থর উইকেটে শুরু থেকেই ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের

লাহোরের পিচ নিয়ে খেপেছেন ইনজামাম-লতিফ

প্রকাশিত: ২৫ জানুয়ারী, ২০২০ ১১:০৯:১৫

লাহোরের পিচ নিয়ে খেপেছেন ইনজামাম-লতিফ

টি-টোয়েন্টি হলো চার-ছক্কার খেলা। গ্যালারি কিংবা টিভির সামনের দর্শকেরা উপস্থিত হয় ব্যাটসম্যানদের দাপট দেখার জন্য। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ম্যাচে এর কোনোটারই দেখা মেলেনি। লো স্কোরিং ম্যাচে লড়াই হয়েছে, তবে তাতে ছিল আকর্ষণের বড্ড অভাব।

আর এজন্য লাহোরের পিচকে দুষছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক ইনজামাম-উল-হক ও রশিদ লতিফ। ৫ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও কাঠগড়ায় তুলেছিলেন মন্থর উইকেটকে। পিচের ‘অদ্ভুত’ আচরণে বল ‍পুরোনো হওয়ার সঙ্গে শট খেলাও কঠিন হয়ে উঠেছিল ব্যাটসম্যানদের জন্য।

এবার পাকিস্তানের সাবেকেরাও অসন্তোষ প্রকাশ করলেন গাদ্দাফি স্টেডিয়ামের পিচ নিয়ে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৪১ রান। এই রান টপকাতে ১৯.৩ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু টি-টোয়েন্টিতে এই ধরনের দৃশ্য কাম্য নয় বলেই মনে করছেন ইনজামাম।

এক ইউটিউব চ্যানেলে নিজের সব রাগ উগড়ে দিলেন সাবেক এই ব্যাটসম্যান, ‘আমার কাছে কোনোভাবেই এটাকে টি-টোয়েন্টি ম্যাচ মনে হয়নি। কিউরেটরদের অনুরোধ করছি, তারা যেন ভালো পিচ বানায়। লোকজন টি-টোয়েন্টি ম্যাচে চার-ছক্কা দেখতে আসে। এই পিচ ছিল ভীষণ কঠিন, ১৪২ রানকেই বিশাল লক্ষ্য মনে হচ্ছিল।’

১৯০ কিংবা ২০০ রানের পিচ চান ইনজামাম, ‘আমাদের এমন পিচ দরকার যেখানে গড়ে ১৯০ কিংবা ২০০ রান ওঠে। এতে করে ব্যাটসম্যানরা যেমন বড় স্কোর করতে পারবে, তেমনি বোলাররা বুঝতে পারবে কিভাবে ফ্লাট উইকেটে তাদের পরিস্থিতি সামাল দিতে হয়।’ উদাহরণ হিসেবে তিনি অস্ট্রেলিয়াকে সামনে এনেছেন, ‘টি-টোয়েন্টিতে কিন্তু অস্ট্রেলিয়া ফ্লাট উইকেট বানায়, রানও ওঠে প্রচুর। আমাদের এটা অনুসরণ করা উচিত।’

সাবেক আরেক অধিনায়ক লতিফের কণ্ঠেও একই সুর। লাহোরের প্রথম ম্যাচ তার কাছে টি-টোয়েন্টি সুলভ লাগেনি, ‘শীতকালে ভালো পিচ বানানো কঠিন। তবে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেষ্টা করলে ১৬০ কিংবা ১৭০ রানের পিচ বানাতে পারে। আমরা কিন্তু ২০০ রানের পিচ চাইছি না। তবে বর্তমান ক্রিকেটে ১৪০ রান টি-টোয়েন্টির জন্য খুবই কম স্কোর।’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ