বিশ্বসেরার তালিকায় ইরানের ২২ মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২০ ০১:১৩:১২

বিশ্বসেরার তালিকায় ইরানের ২২ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে ইরানের ৬৫টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ই রয়েছে ২২টি।

বিষয়টি নিশ্চিত করে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধ ও সাইটেশন প্রকাশের সংখ্যার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী রেজা মালেকজাদেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে (আইআরএনএ) এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় এক শতাংশ গবেষকের মধ্যে ইরানের রয়েছে ৩৫৪ জন। তাদের মধ্যে ৯০ জন চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন।

এ সময় নিবন্ধ ও সাইটেশন সংখ্যার দিক থেকে ২০১৯ সালে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেন উপমন্ত্রী।

নিবন্ধ সংখ্যায় ইরান একধাপ উন্নতি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে দেশটি ১৫তম অবস্থানে রয়েছে। অন্যদিকে সাইটেশন সংখ্যার দিক দিয়ে বিশ্বে ১৪তম স্থানে রয়েছে।

বিশিষ্টজন ও গবেষকদের সহায়তা করার আহ্বান জানিয়ে মালেকজাদেহ বলেন, এই ধরনের প্রচেষ্টা তাদের দেশে রাখতে সাহায্য করবে।

২৫তম রাজি মেডিকেল রিসার্চ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ২৫ বছরে এই উৎসবে ছয়শ’ বিশিষ্টজন ও সম্মাননীয় গবেষককে সহায়তা করা হয়েছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ