গাইবান্ধার পলাশবাড়ীতে হেলিকপ্টারের জরুরী অবতরণ

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২০ ১১:১৯:৩১ || পরিবর্তিত: ২০ জানুয়ারী, ২০২০ ১১:১৯:৩১

গাইবান্ধার পলাশবাড়ীতে হেলিকপ্টারের জরুরী অবতরণ

হোসাইন আহমেদ, গাইবান্ধা প্রতিনিধি: ১৯ জানুয়ারি রবিবার পলাশবাড়ী উপজেলায় হেলিকপ্টার ফাঁকা মাঠে জরুরী অবতরণ করে। ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশন ঝ২-অওউ জ৬৬ প্রাইভেট কোম্পানির হেলিকপ্টার পলাশবাড়ী উপজেলাধীন হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের ফাঁকা মাঠে  সকাল ১১.৫৫ মিনিটে জরুরী অবতরন করে। ফলে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, হেলিকপ্টারটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক চন্ডিদাস কুন্ড সহ অপর ৩ জন যাত্রী ছিলেন।

হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন ইসলাম জানান, হেলিকপ্টারটি ৪ জন আরোহী নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশা, বৃষ্টি ও আবহাওয়া খারাপ থাকায় জরুরী অবতরন করে।

মুহুর্তের মধ্যে বিভিন্ন বয়সী উৎসুক নারী পুরুষ ও শিশুরা হেলিকপ্টারটি দেখার জন্য ওই মাঠে ভীড় জমায়। পলাশবাড়ী থানার এসআই জাহিদ ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

হেলিকপ্টার আরোহী বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের সফর সঙ্গী নিয়ে পরে গাড়ী যোগে সড়ক পথে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। হেলিকপ্টারটি প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ৩.১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ