হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২০ ০৬:৪৮:২৮

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ব্রিটেনের

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ব্রিটেন। একই সঙ্গে ব্রিটেনে থাকা এই সংগঠনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে দেশটি। শুক্রবার ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং এই সংগঠনের কোনও সদস্য কিংবা প্রতিষ্ঠানের সম্পত্তি ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।

ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা যারা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।এর আগে, ২০০১ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিদেশি শাখা এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয় ব্রিটেন।

এছাড়া গত বছর ব্রিটিশ সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করে।২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য হিজবুল্লাহকে দায়ী করেন। ওই সময় তিনি বলেন, হিজবুল্লাহর রাজনৈতিক এবং সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য দেখতে পারছে না।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ