বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে প্রাণ হারালেন দুজন

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২০ ০৪:৩২:৪৬ || পরিবর্তিত: ১৬ জানুয়ারী, ২০২০ ০৪:৩২:৪৬

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে প্রাণ হারালেন দুজন

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যাওয়া পথে গাজীপুরে ট্রেন ও কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে পৃথক দুর্ঘটনায় নিহত হন তারা।

নিহতরা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি এলাকার মো. গুলজার (৪৫) ও নরসিংদীর বেলাবো উপজেলার বীর বাগদে এলাকার আব্দুর রহমান (৫৫)।

আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে। ইজতেমায় যোগ দিতে যাওয়ার পথে বুধবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, গুলজার ও তার সঙ্গীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে যাচ্ছিলেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ট্রেন থেকে টঙ্গী স্টেশনে নামেন তারা। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ধাক্কায় আহত হন গুলজার। সঙ্গীরা তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে গাজীপুর সিটি পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, আব্দুর রহমান বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে যাচ্ছিলেন। বুধবার রাত ১১টার দিকে টঙ্গীর মন্নুগড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহমান।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

এ সম্পর্কিত খবর

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করতে পারবেন

গাজার অর্ধেক জনসংখ্যা ‘অনাহারে’ : জাতিসঙ্ঘ

চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

বিশ্ব বই দিবসে নিজের কক্ষেই লাইব্রেরি গড়ে তুললেন রাবি শিক্ষার্থী আকরাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ