‘আইনের শাসন সরকারের গতিতে চলে’

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২০ ০১:১৫:১২

‘আইনের শাসন সরকারের গতিতে চলে’

বিএনপির সাংসদ রুমিন ফারহানা বলেছেন, ‘বাংলাদেশে আইনের শাসন তার নিজ গতিতে চলে না, চলে সরকারের গতিতে।’

বুধবার জাতীয় সংসদে ৭১ বিধির বাতিল নোটিশের ওপর বক্তব্যে তিনি এমন্তব্য করেন।

ভিপি নুরুল হক নুরুল হক নুরকে বার বার মারধরের কারণ জানতে চেয়ে তিনি বলেন, ‘নুর কেন বার বার মার খাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আমারও প্রশ্ন। প্রথমবার মারধরের পর কোনো বিচার হয়নি বলেই বারবার মার খায়। আর এতে প্রমাণ হয়, দেশে আইনের শাসন তার নিজ গতিতে চলে না। চলে সরকারের গতিতে।’

তিনি আরো বলেন, ‘আইন সরকারের গতিতে চলে বলেই সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭০ বারের মতো পেছানো হলো। যে কোনো ঘটনা ঘটার পর সরকার যেভাবে চায় ঠিক সেভাবেই আইনি ব্যবস্থা নেওয়া হয়।’

বিএনপির সাংসদ বলেন, “দেশে আইনের শাসনের অনুপস্থিতি ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কিছু নজির আমরা দেখলাম আইন ও শালিশ কেন্দ্রের এক রিপোর্টে। রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণের সংখ্যা বেড়ে আগের বছরের দ্বিগুণ হয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৭৬ জন। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১০ জন। গ্রেপ্তারের আগে নির্যাতনে মারা গেছেন ছয় জন। গুলিতে নিহত হয়েছেন আরো ১২ জন।

‘কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান অস্ত্র ভীতির পরিবেশ তৈরি করা। যে কোনো উপায়ে ভিন্নমত দমন। রাষ্ট্রযন্ত্র ব্যবহার, পুলিশ প্রশাসনকে ব্ল্যাংক চেক দেওয়া, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ।”

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ