অটোরিকশা থেকে নামিয়ে দুই তরুণীকে ধর্ষণ

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২০ ১০:৫৮:১৩

অটোরিকশা থেকে নামিয়ে দুই তরুণীকে ধর্ষণ

মৌলভীবাজারে অটোরিকশা থেকে নামিয়ে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এদের একজন কলেজছাত্রী (১৮) ও অপরজন তার বান্ধবী (২০)। গতকাল ১৪ জানুয়ারি, মঙ্গলবার বিকালে শহরের ওয়াপদা এলাকায় স্টেডিয়ামসংলগ্ন স্থানে তারা ধর্ষণের শিকার হন।

জানা যায়, গতকাল বিকেলে ওই দুই তরুণী কলেজ থেকে ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এর কিছুক্ষণ পর চার যুবক এসে ওই অটোরিকশায় উঠে চালককে ঘুরিয়ে অন্যপথে যেতে নির্দেশ দেয়।

চালক তাদের কথামতো অটোরিকশা ঘুরিয়ে চলতে থাকলে ওই যুবকেরা পর্দা টেনে ওই দুই তরুণীর হাত-মুখ বেঁধে ফেলে। তাদের শহরের ওয়াপদা এলাকায় স্টেডিয়ামসংলগ্ন ঝোপে নিয়ে মারধর করা হয়। এরপর দুই তরুণীর মোবাইলফোন, বই ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ওই চার যুবক পালাক্রমে তাদের ধর্ষণ করে।

ধর্ষণের শিকার তরুণীরা কৌশলে সেখান থেকে পালিয়ে এসে পুলিশকে জানালে তাদের প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ওই দুই তরুণীকে।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। রাতেই মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্নাসহ আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, এ বিষয়ে কলেজছাত্রী বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ