টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে!

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২০ ০৬:০৪:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে!

ওয়ানডে বিশ্বকাপে দল কমানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি। তারপরও ১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তেই অটল রয়েছে আইসিসি। ফলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলো ভালো খেলেও বিশ্ব আসরে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে না। তবে ওয়ানডে বিশ্বকাপে দল কমিয়ে আনলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও দল বাড়ানোর পরিকল্পনা করছে আইসিসি।

ব্রিটিশ গণমাধ্যম 'টেলিগ্রাফ'-এর এক প্রতিবেদনে এসেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দল থেকে ২০ দলে উন্নীত করার চিন্তা করছে তারা। তবে সেটা চলতি বছর (২০২০ সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ) থেকে নয়। নয় আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০২৩-৩১ সালের চক্রে ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির।

এমনিতে দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে। তবে ২০১৬ সালের পর ২০১৮ সালে সেটা হয়নি। সেই বিরতি পুষিয়ে নিতে টানা দুই বছর দুটি বিশ্বকাপ হতে যাচ্ছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায়, ২০২১ সালে ভারতে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪ সালে। সেটি থেকেই ২০ দলের বিশ্বকাপ করার পরিকল্পনা আইসিসির। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি মনে করছে টি-টোয়েন্টি ফরমেটটাই এই খেলাটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার সেরা মাধ্যম।

এই ফরমেটের মাধ্যমেই ক্রিকেটকে ফুটবল, বাস্কেটবলের মতো জনপ্রিয় করে তোলা সম্ভব বলে মনে করছে আইসিসি।টুর্নামেন্টে দল বাড়লে সুযোগ মিলতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, নেপাল, নাইজেরিয়ার মতো দেশগুলোর। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হয়েছে। সেখানে বেশ জনপ্রিয়তাও দেখা গেছে এই ফরমেটের।

প্রজন্মনিউজ২৪/ মামুন

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ