আগুন নিবারণে ভুল ছিল আমাদেরঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২০ ০৪:১৫:৫৩ || পরিবর্তিত: ১২ জানুয়ারী, ২০২০ ০৪:১৫:৫৩

আগুন নিবারণে ভুল ছিল আমাদেরঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সম্প্রতি আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার স্বীকার হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী । সেপ্টেম্বর থেকে এই আগুন প্রায় ২৮ জনের জীবন কেড়ে নেয় এবং ধ্বংস করে হাজারো ঘর-বাড়ি।
 
গত রোববার দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আগেই আমাদের সচেতন হওয়া দরকার ছিল। তিনি আরো বলেন, আগুন নিবারণে ভুল ছিল আমাদের।


সাম্প্রতিক সময়ে মি. মরিসন নিউ সাইথ ওয়ালস্ এবং ভিক্টোরিয়া প্রদেশ পরিদর্শন করতে গিয়ে স্থানীয় জনগণের ক্ষোভের স্বীকার হন, সেখানেই মূলত সবচেয়ে বেশি আগুন লেগেছিল।

নিউ সাউথ ওয়ালসের কোবারগো নামক শহরে এক মহিলা আরো ফায়ার সার্ভিস পাঠানোর জন্য বলেন। অপরদিকে বাকীরা মি. মরিসনকে একজন ইডিয়েট বলে সম্বোধর করতে থাকেন। আরো কয়েকজন মরিসনকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে, তুমি আর এই এলাকার ভোট পাবে না।

তথ্যসূত্রঃ বিবিসি

প্রজন্মনিউজ২৪/ সজীব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ