ঢাকা নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি আতিকুলের

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২০ ০৪:০৯:১৯

ঢাকা নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি আতিকুলের

পরিকল্পিত এবং আধুনিক ঢাকা শহর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, গত ৯ মাসে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনারা যদি আমাকে নৌকায় ভোট দিয়ে মেয়র হিসবে নির্বাচিত করেন, তাহলে ঢাকা শহরকে একটি পরিকল্পিত সুন্দর, আধুনিক, সুস্থ, সচল এবং একটি মানবিক ঢাকা গড়ে তুলব ইনশাআল্লাহ্।'

শনিবার দুপুরে মিরপুরে শাহ আলী মাজারের প্রশাসনিক ভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যানজট এবং জলজট। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা আমার আছে । আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। নির্বাচিত হলে আশা করি যানজট ও জলজটমুক্ত একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো নগরবাসীকে।'

আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী আরও বলেন, নারীরা যাতে অবাধে চলতে পারে, এজন্য পুরো শহরে আমরা প্রায় ৪৮ হাজার এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নিয়েছি। আমরা স্মার্ট সিটি করতে চাই। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক সেসব সমস্যার সমাধান করব।

তাছাড়া মেয়র থেকে কাউন্সিলর সবারই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।আতিকুলেরই এই নির্বাচনী প্রচারণায় ঢাকা উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ