ইজতেমা ময়দানে পানি সংকট, ওজু-গোসলে সমস্যা

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২০ ০২:৫২:৩৭

ইজতেমা ময়দানে পানি সংকট, ওজু-গোসলে সমস্যা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের হাউসগুলোতে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকেই পানি সংকট দেখা দিয়েছে। পানির অভাবে অনেককেই কামারপাড়া সড়কের পাশে পুলিশ কন্ট্রোল রুমের সামনে ময়লা জলাশয়েই ওজু-গোসল সারতে দেখা গেছে।ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে ইজতেমা ময়দানে আসা মুসল্লি শাহাবুদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকেই পানি সংকট দেখা দিয়েছে।

মাঠের উত্তরের হাউসগুলোতে পর্যাপ্ত পানি নেই। অল্প যা পাওয়া যাচ্ছে তাতে ময়লা ভাসছে। এতে তাদের খুব সমস্যা হচ্ছে ।বিদেশী মেহমান খানার রান্নার জিম্মাদার মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার ভোর থেকেই সেখানে পানি কমে গেছে।

পানির জন্য তাদের রান্নার কাজে সমস্যা হচ্ছে।গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ইজতেমা ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হওয়ার পর বাইরে খোলা আকাশের নিচে অনেক মুসল্লি অবস্থান নিয়েছেন। তাদের কিছু সমস্যা হচ্ছে।

তবে দ্রুত পানির সংকট নিরসনে চেষ্টা চলছে।সিটি কর্পোরেশনের পাম্প হাইজ-১-এর পাম্প অপারেটর মো. আব্দুল বাছির জানান, পাম্পে পানির প্রেসার কম থাকায় হাউসগুলোতে পর্যাপ্ত পানি সাপ্লাই দেয়া সম্ভব হচ্ছে না।

প্রজন্মনিউজ২৪/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ