কেমন হতে পারে ঢাকা সিটি নির্বাচন

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২০ ০১:২৫:১১ || পরিবর্তিত: ০২ জানুয়ারী, ২০২০ ০১:২৫:১১

কেমন হতে পারে ঢাকা সিটি নির্বাচন

আওয়ামী লীগের দুই প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের বিরুদ্ধে এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ তারা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ রয়েছে ৷ সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান থাকলেও তা তারা মানেননি৷ গাড়িবহর নিয়ে মহড়া করে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা৷

গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ২০১৫ সালের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে প্রার্থী হয়েছিলেন৷ তিনি এবার প্রার্থী হননি এবং নির্বাচন বর্জন করেছেন৷ তিনি বলেন,‘নির্বাচন করে কী হবে? এরইমধ্যে দু'জনকে তো অভিনন্দন জানানো শুরু হয়ে গেছে৷ তাহলে পূর্বনির্ধারিত ফলের এই নির্বাচনে গিয়ে লাভ কী? ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, তারই পুনরাবৃত্তি হবে ৩০ জানুয়ারী৷’

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে এর আগে পর্যালোচনা করেছে টিআইবি৷ তার আলোকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান,‘ নির্বাচনের কারণে ভোটারদের একটা আশঙ্কা আছে যে তারা ভোট দিতে পারবেন কিনা৷ কারণ ভোটারদের ইচ্ছার উপরে ভোট দেয়া এখন আর নির্ভর করে না৷ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আইন-শৃঙ্খলা বাহিনীর সঠিক ভূমিকা এবং নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়ার বিষয়টি নির্ভর করে৷ এই বিষয়গুলো ঠিক না থাকলে ৩০ ডিসেম্বরের নির্বাচনের আরেকটি মহড়া হতে পারে ৩০ জানুয়ারীর সিটি নির্বাচনে৷''

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১শে ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২রা জানুয়ারি ২০২০, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ই জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০শে জানুয়ারি। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এর আগে ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্র ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছিল। তবে এবার সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইসি সচিবালয় সূত্র আরো জানায়, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংসদের সম্ভাব্য উপনির্বাচন এবং স্থানীয় সরকারের সাধারণ ও উপনির্বাচন অনুষ্ঠানের জন্য ৩২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দের বেশির ভাগই ব্যয় হবে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের জন্য।

এদিকে দুই সিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়ার্ডে যত ভোটার থাকুক না কেন, জামানত ১০ হাজার টাকা, নির্বাচনী ব্যয় ৬ লাখ টাকা এবং ব্যক্তিগত ব্যয় ৫০ হাজার পর্যন্ত ধার্য করেছে নির্বাচন কমিশন। আর মেয়র পদে প্রার্থীদের জন্য ১ লাখ টাকা জামানত, ২ লাখ টাকা ব্যক্তিগত ব্যয় এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা নির্বাচনী ব্যয় ধার্য করা হয়েছে। এছাড়া দুই সিটিতে ভোটার অনুযায়ী ৪ ক্যাটাগরিতে জামানত ধার্য করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলাম৷ এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহমেদ সাজেদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান প্রার্থী হয়েছেন৷

দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন মিলন প্রার্থী হয়েছেন৷ এছাড়া গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন, বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তার উজ্জামান ওরফে আয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান, বাংলাদেশ পিপলস পার্টির বাহারানে সুলতান বাহার মনোনয়নপত্র জমা দিয়েছেন৷

মনোনয়ন পাওয়ার পর সাংবাদিকদের শেখ ফজলে নূর তাপস বলেন, ‘উন্নত বাংলাদেশের জন্য একটি উন্নত রাজধানীর প্রয়োজন। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে এই সুযোগটা আমি গ্রহণ করব, জনগণের কাছে যাব।’ তিনি আরও বলেন, সিটি করপোরেশন আইনে অনেক ক্ষমতা দেওয়া আছে। তাই চাইলে অনেক কিছু করা যায়। চাইলে, মনোনিবেশ করলে, আত্মনিয়োগ করলে অবশ্যই সম্ভব জনকল্যান করা। প্রয়াত মেয়র আনিসুল হক অল্প দিনেই তা প্রমাণ করেছিলেন। আনিসুল হকের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। মেয়র হলে তাঁর দেখানো পথেই হাঁটতে চান তিনি। শেখ ফজলে নূর তিন মাসের মধ্যে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা তৈরির ঘোষণাও দিয়েছেন। আওয়ামী লীগের প্রচারে গুরুত্ব পাবে সরকারের চলমান উন্নয়ন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকতে চায় বিএনপি।

প্রজন্মনিউজ২৪/ সজীব

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ